দেশজুড়ে

আবেগাপ্লুত ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্কুল পরিদর্শনে এসে আবেগাপ্লুত হয়ে পড়লেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১২২ বছরের ঐতিহ্যবাহী গৈলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।এ সময় স্কুল গার্লস গাইড ও রোভার স্কাউট সদস্যসহ শিক্ষার্থী ও শিক্ষকেরা উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রীকে।পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মন্তব্য বইতে লেখেন, এই বিদ্যালয় পরিদর্শনে এসে জানতে পারলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক গুণী ব্যক্তি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেই বিদ্যাপীঠে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি আমার মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখব।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট রনজিৎ সমদ্দার, ব্যবসায়ী গিয়াস মোল্লাসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।  এরপর তিনি মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত ৫১৭ বছরের পুরনো মনসা মন্দিরের বাৎসরিক পূজা উপভোগ করেন।মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক তারক চন্দ দের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিজয় গুপ্তের রচিত কাব্য একটি অমূল্য সম্পদ। তার এই পূণ্য ভূমিতে এসে পূজায় অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। মন্দিরের উন্নয়ন কল্পে আমার সাহায্য ও সহযোগিতা থাকবে।আরো বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শিক্ষক আভা মুখার্জী।সাইফ আমীন/এসএস/আরআইপি

Advertisement