আইন-আদালত

বিএসএমএমইউ’র সাবেক প্রোভিসিসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

বিএসএমএমইউ’র সাবেক প্রোভিসিসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রোভিসি অধ্যাপক ডা. এমএ মান্নানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

সোমবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান।

চাজশিটভুক্ত অপর আসামিরা হলেন-সাবেক উপ রেজিস্ট্রার ডা. কাজী এবাদুল্লাহ, সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মেডিকেল সল্যুশন বিভাগের সাবেক জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন ও একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫-২০০৬ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ২য় ক্যাথ ল্যাব মেশিন স্থাপনে টেন্ডারের মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে আসামিরা পরস্পর যোগসাজসে টেন্ডারের শর্ত লঙ্ঘন ও পিপিআরের ধারাসমূহ অমান্য করে বেশি মূল্যে ক্রয় দেখিয়ে মেশিন স্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের এক কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা ক্ষতি করে আসামিরা লাভবান হন।

Advertisement

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী মামলাটি করেন।

জেএ/এনডিএস/আরআইপি