ছাত্রসমাজকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে দেশ গড়ায় কাজ করতে হবে বলে মন্তব্য করেছে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে এর পরিচয় হয়েছে বঙ্গবন্ধুর কারণে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করতেন এদেশের মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর সকল অত্যাচার নির্যাতন সহ্য করেও তিনি এই দেশের মানুষের স্বাধীনতা এনেছিলেন। কিন্তু পাকিস্তানের দোসর ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে ৭৫ এর ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে।তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন ও আর্দশ নিয়ে এদেশ গড়তে চেয়েছিলেন আজকের ছাত্রদের সে আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ায় এগিয়ে আসতে হবে।শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন সিদ্দিক সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহামন আসিফের পরিচলনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল খান, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এম এইচ/এসকেডি/এমআরআই
Advertisement