দেশজুড়ে

শিক্ষার্থীদের উপর হামলা : আসামিদের রিমান্ড আবেদন

চাঁদপুরের কচুয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক প্রধান ৩ আসামিকে কচুয়া থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। আদালতে হাজির করার পর পুলিশ তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।বুধবার আদালতে আসামিদের রিমান্ডের বিষয়ে শুনানি করা হবে বলে কোর্ট সূত্রে জানা গেছে। আসামিরা হলেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন (২৯), ফারুক (৩০) এবং মো. লিটন (২৮)। এদিকে গত সোমবার বিকাল সাড়ে ৫ টায় জেলা পুলিশ সুপার সন্মেলন কক্ষে এ মামলার অগ্রগতি বিষয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, আটকদের মধ্যে ৪ জন এজহার নামীয় ও ৩ জন এজহার বহির্ভূত আসামি। আটকরা হলেন, মামলার প্রধান আসামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন (২৯), মো. ফারুক (৩০, মো. লিটন (২৮), পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক (২২), কৃষিজীবী আলাউদ্দিন (৩২), শ্রমিক মো.সবুজ (১৯), অজিউল্লা (৩২) ও একই স্কুলের ছাত্রী পপি আক্তার (১৫)। ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার ঘটনায় বিষয়ে প্রেস ব্রিফিংকালে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, আমরা ইতোমধ্যে ৪ জন এজহার নামীয় ও ৩ জন এজহার বহির্ভূত আসামি আটক করেছি। আশা করছি খুব শিগগিরই বাকি আসামিদের আটক করতে সক্ষম হবো। অপরাধী যে হোক না কেনো বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জাগো নিউজকে বলেন, রোববার রাতে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদি হয়ে ফারুক, লিটন ও মনিরসহ ৮ জন নামধারী ও অজ্ঞাত আরো ২০জনকে আসামি করে একটি মামলা করে। মামলায় আসামিদের বিরুদ্ধে চাাঁদাবাজী ও শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীর হামলার অভিযোগ আনা হয়। ইকরাম চৌধুরী/এসএস/আরআইপি

Advertisement