খেলাধুলা

‘রোহিতকে থামানো অসম্ভব’

ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান, যার নামের পাশে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডটা গড়ে সবার ওপরেই বসে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। সম্প্রতি নিজের দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে রেকর্ডও গড়েছেন হিট ম্যান।

Advertisement

সেই রোহিত শর্মাদের বিপক্ষে যখন একদিন পর নিজ দেশের মাটিতেই টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া, তখন তার সম্পর্কে কথা বলবে অসি ক্রিকেটাররা সেটা তো কোনোভাবেই হবার নয়। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলেও মোকাবেলা করেন রোহিত শর্মাকে। এ কারণেই হিট ম্যান সম্পর্কে তার সোজাসুজি মূল্যায়ন, ‘তাকে আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। এটা অসম্ভব।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েস্ট সাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহিত সম্পর্কে নির্মোহ স্বীকারোক্তি ম্যাক্সওয়েলের। অসি এই ব্যাটসম্যানের মতে, ৩১ বছর বয়সী মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের ব্যাটিং খুবই সাবলিল। এর কারণ হিসেবে রোহিতের টাইমিংকে চিহ্নিত করেছেন ম্যাক্স। পেস এবং স্পিন- উভয়ের বিরুদ্ধেই সমান কার্যকর এবং দক্ষ ডানহাতি ব্যাটসম্যান।

শুধু টি-টোয়েন্টি কিংবা ওয়ানডেই নয়, রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় খেলবেন টেস্টেও। এ কারণেই অসিদের যত চিন্তা। ম্যাক্সওয়েল বলছেন, ‘অনায়াসে বড় শট খেলতে পারে রোহিত। দেখে যেন মনে হয় অন্যদের থেকে সে শট নেয়ার জন্য বেশি সময় পাচ্ছে। ব্যাটিংকে খুব সহজ দেখায় তার কাছে। আর রোহিতের ব্যাটিং দেখার মজা এখানেই। রোহিত ব্যাট করলে ক্রিকেট খেলাটাকেই খুব সরল দেখায়। পেস এবং স্পিন, উভয়ের বিরুদ্ধেই রোহিত দারুণ। যদি চায়, তবে মাইলখানেক দূরত্বেও বল ফেলতে পারে।’

Advertisement

ওয়ানডেতে রোহিতের গড় ৪৭.৫০ করে। টি-টোয়েন্টি ও টেস্টে গড় তুলমূলক অনেক কম, যথাক্রমে ৩৯.৯৭ ও ৩৩.৪৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার গড় যথাক্রমে ২৮.৮৩, ৫৭.৫০ ও ৩০.২০। ৬ বছর আগে পার্থে একদিনের ম্যাচে ১৭১ রানে অপরাজিত ছিলেন রোহিত।

ম্যাক্সওয়েল বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে রোহিত হলেন দুর্দান্ত এক তারকা। ওয়ানডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি মোটেই মুখের কথা নয়। রোহিতকে আসলে থামানো যায় না। ও রিল্যাক্সড থাকে। চাপে পড়ে না। পরিস্থিতিকে মাথায় চড়তে দেয় না।’

আইএইচএস/জেআইএম

Advertisement