অর্থনীতি

আয়কর মেলায় ছয় দিনে আয় ১ হাজার ৮৯৯ কোটি টাকা

আয়কর মেলায় ছয় দিনে এক হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Advertisement

একক দিন হিসাবে রোববার (১৮ নভেম্বর) ছিল মেলার ৬ষ্ঠ দিন। এ দিনে আয় হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ টাকা। এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর অফিসার্স ক্লাবে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে চলছে মেলা। প্রতিদিনের মতোই আজও মেলায় ছিল করদাতাদের উপচে পড়া ভিড়।

এনবিআরের তথ্যমতে, মেলার ৬ষ্ঠ দিনে রাজস্ব আদায়ের পরিমাণ ৩৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৪৭৬ টাকা। দিনটিতে নতুন করে করের আওতায় এসেছেন সাত হাজার মানুষ। আর রিটার্ন দিয়েছেন প্রায় ৭০ হাজার করদাতা। সব মিলিয়ে সেবা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার জন।

Advertisement

এদিকে, মেলার ৬ষ্ঠ দিনে রাজস্ব এসেছে এক হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ ১৬ হাজার টাকা। পূর্বের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। এখন পর্যন্ত ই-টিআইএন নিয়েছেন ৩২ হাজার করদাতা। রিটার্ন দিয়েছেন চার লাখ ১২ হাজার ১৯৬ জন। সব মিলিয়ে কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১৩ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

আয়কর মেলায় নতুন কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেয়াসহ কর সংক্রান্ত সব ধরনের সেবা দেয়া যাচ্ছে। মুক্তিযোদ্ধা, প্রবীণ ও নারীদের জন্য আলাদা বুথসহ বাড়তি সুবিধা হিসেবে যাতায়াতের জন্য রয়েছে শাটল বাস।

এমএ/এএইচ/জেআইএম

Advertisement