বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের ৪র্থ পর্যায় তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ উন্নয়ন শীর্ষক কর্মশালা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় একাডেমির গ্রন্থ ভবনের লেকচার থিয়েটারে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ উন্নয়ন শীর্ষক এ কর্মশালায় বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা শাখা ও ৬টি উপজেলা শাখার সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।শিশু একাডেমির বিভিন্ন জেলা শাখাসহ সকল কার্যালয়ের মধ্যে যোগাযোগ আরো উন্নত ও গতিশীল করার লক্ষ্যে কর্মকর্তাদের Internet e-mail ও skype ব্যবহার বিষয়ে পারদর্শী করে তোলাই এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে জানানো হয়।বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি ও অতিরিক্ত সচিব এ. কে. এম নেছার আহমেদ ভুঁইয়া।কর্মশালা পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের A 2I ডোমেই স্পেশালিষ্ট (উপ-সচিব) মোহাম্মদ লুৎফুর রহমান।আরএস/এমআরআই
Advertisement