গণমাধ্যম

আন্তর্জাতিক গণমাধ্যমে সাকিব নিষিদ্ধের খবর

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দেশের বাইরে কোনো লিগেও আগামী দেড় বছর খেলার সুযোগ হারিয়েছেন সাকিব। বিসিবি`র বৈঠকে এমন সিদ্ধান্ত আসার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে সংবাদ প্রচার করেছে। সংবাদে সাকিব আল হাসানকে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করেছে গণমাধ্যমগুলো। খবর প্রচার করেছে বিবিসি, সিএনএন, রয়টার্স, ক্রিকইনফো, ডেইলি মেইল, আল জাজিরা, জিনিউজ, গার্ডিয়ান।বিসিবি সভাপতি নাজমুল হাসানের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলছে, ‘বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে এটি একটি অভূতপূর্ব অধ্যায়। এনওসি বা কোচের সঙ্গে অশোভনীয় আচরণের কারণেই নয়, নানা কারণে সাকিব আল হাসানকে এই শাস্তি দেয়া হয়েছে। দিন দিন তার ব্যবহারে অশোভনীয়তার মাত্রা বেড়েই চলেছে। দলের কোচ, অধিনায়ক বা ম্যানেজমেন্টের প্রতি তার কোনো শ্রদ্ধাবোধই নেই।’

Advertisement