সাহিত্য

সালাম সাকলাইনের কবিতা

হৃদয়ের কথা

Advertisement

অতিশয় ও অভাবিত সুন্দর ধামরাইতেপূজা দেখতে এসোনা না, আমি তোমার আকাশ হবো নাতুমি পূজার ছলে আরো কিছু দেখতে পারোখুব ভালো হয় যদি তুমি তাকে নিয়ে বৃষ্টির গান গাওতোমার হৃদয় করো আকাশসেখানে মেঘ মালতী রাগে সুর তোলোতখন বৃষ্টি হবে রিম ঝিম রিম ঝিম ...

নীল পাহাড়ি মেয়েটি

নীল পাহাড়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে ছিলনীল পাহাড়ি নন্দিতা মেয়েটিতার ভরা যৌবনে পাহাড়ি সবুজবেহিসেবী অবুঝ শরীরে তার ফুলঝুরি স্তনঝরনার জলে ভাসেভাসে আর হাসে বায়ুভরে উড়ে যায়তার সুবাসতার ভেজা ঠোঁট কামে ঘামে অধিরদুচোখের পাতায় লীলারঙ্গ নিতি নৃত্যে বিভোরনীল পাহাড়ে একা একা দেখি তারেলতা পাতা অলংকারে কি রূপের রোশনাই দেখিনীল পাহাড়েনীল পাহাড়ি নন্দিতা মেয়েটিবুকের ভালোবাসায় স্নিগ্ধ করো বুকসমতলের ভালোবাসায় রাঙ্গাতে দাওতোমার রাই নন্দিনী চিবুক

Advertisement

অমৃত গরলের সাজা

দীঘল নয়না মনসা হয়ে দংশিলে আমাকেআবার অশুচি বিবেচনায় ভাসালেবেহুলা লখিন্দরের ভেলায়আমি ভাটির জলে একাকী বিরলে আর কত কাল ভেসে ভেসে যাবো।তোমার সুতীব্র স্তন যদি হয় গরলের ভাণ্ডপদ্মসম বাহু পটে থাকে যদি সর্পিল বিড়ম্বনাআমাকে দাও সেই গরলের ভাণ্ডতোমার বাহুর পেষণে দাও আজীবন সাজাবার বার আমি মরি বার বার ভেসে যাইগাঙুরের জলে বেহুলা লখিন্দরের ভেলায়এক ভাটির দেশ থেকে আরেক ভাটির দেশে।

আমি কখনো বদলে যাবো না

পিতার কাছে এই আমার শপথআমি কখনো বদলে যাবো না।আমার শরীরের ঘ্রাণে, রক্ত কণায়আদি পিতার ইতিহাসের নন্দিত সুভাসআমি কখনো বদলে যাবো নাএই আমার অহংকার।আমি বয়ে চলেছি হাজার বছরের শোকদেশি বিদেশি শাসন শোষণের কালো দাগমহামারী আর জলোচ্ছ্বাসের তাণ্ডব।এইসব ক্ষতের যাতনা বহন করে আমি ছিনিয়ে এনেছি একাত্তরের গৌরব গাথাসেসব ধুয়ে মুছে বদলে দেবে এমন সাধ্য কার?এই আমি, এই আমার, সকলি আমার মতোএই আমার অহংকার।যারা বদলে যায়, বদলাতে চায়তারা অভিশপ্ত হোকবদলবাজির এই প্রবল প্রতাপের বিপরীতেআমি একা আছি সারা জীবনপিতার কাছে আমার শপথআমি কখনো বদলে যাবো না।

Advertisement

কার জন্য কবিতা

মৃতের নগরীতে কার জন্য কবিতাকার কাছে তোমার স্নিগ্ধ শরীর, মায়াবী চোখের কথা বলবোবায়ু পরশে কাফনের স্পর্ধা বিকশিত হয়কেবল থেমে থাকে নগর মানুষের হৃদ-স্পন্দন।

তার সুবাস

দুরন্ত মেঘে ভেসে আসে এক নীলবসনা নারীরদীপ্র সুগন্ধি সুবাস,কোন আষাঢ়ের ফুটন্ত কদমকলিকোন কুলের আগুনমুখি কৃষ্ণনয়নাসৌম্য প্রেমিক চিনে শুধু তারে।মহাদেবের সাগর মন্থনে অমৃত লীলাবতীকামিনী কুসুমের মোহ শয্যায়অমরাবতীর কূলে কূলে বাসন্তি বেগেনীল উড়নি তার ঘূর্ণি দোলায়অমরাবতীর দু’কূল ভাসায়।ভেসে যায় ফুল পাখি নগর সাগরআমি শুধু বিলাসী ভ্রমরচেয়ে দেখি তারে বিশ্বাসে ভজনা করিতার দীপ্র সুগন্ধি সুবাস।

এইচআর/আরআইপি