ক্যাম্পাস

শুভ্রা মুখার্জীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক জ্ঞাপন করেন।উপাচার্য শোকবাণীতে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী শুভ্রা মুখার্জী ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক। আপাদমস্তক বাঙালী শুভ্রা মুখার্জীর ব্যক্তিগত জীবনে একজন অসামান্য গৃহকর্ত্রী। যিনি একদিকে ছিলেন অতি সাধারণ জীবনযাপনকারী অন্যদিকে ছিলেন একজন সঙ্গীত শিল্পী, চিত্রকর ও লেখক। উপাচার্য বলেন, শুভ্রা মুখার্জী বাংলাদেশের একজন ভালো সুহৃদ ছিলেন, জন্মভূমির প্রতি ছিলো তাঁর বিশেষ অনুরাগ। তিনি তাঁর নিজ গ্রামে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেছেন। তাঁর মায়ের জমিতে প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা ভাষা ও  শিল্পাঙ্গণে অপূরণীয় ক্ষতি হলো বলেও উল্লেখ করেন তিনি।’ উল্লেখ্য, ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে শুভ্রা মুখার্জী জন্মগ্রহণ করেন। স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। কলকাতায় গিয়ে উচ্চশিক্ষা অর্জন করে অধ্যাপনা শুরু করেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখোপাধ্যায়ের সাথে তাঁর বিয়ে হয়। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে সুনাম কুড়ানো শুভ্রা মুখার্জী ভালো চিত্রশিল্পীও ছিলেন। তিনি একজন সুলেখিকা, ‘চোখের আলোয়’ ও ‘চেনা অচেনায় চিন’ শীর্ষক দু’টি গ্রন্থের রচয়িতা। লিখেছেন অসংখ্য গল্প, প্রবন্ধ ও ফিচার। ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফর করার সময় তিনি সফরসঙ্গী ছিলেন এবং সে সময় নিজ জন্মভূমি পরিদর্শন করেন।  উপাচার্য তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এম এইচ/এসকেডি/এমআরআই

Advertisement