টানা তিন দিন দর পতনের পর মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখি ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। তবে এদিন সূচক বাড়লেও উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমাণ। একইসঙ্গে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৮২ কোটি টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ৬১০ কোটি টাকা। মঙ্গলবার ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৭ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে মোট ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৬টির, কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এসআই/আরএস/আরআইপি
Advertisement