রাজনীতি

স্বাধীনতা বিরোধীদের নিয়ে ঐক্যফ্রন্ট : প্রচারলীগ

ড. কামাল হোসেন স্বাধীনতা বিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে বলে অভিযোগ করেছে ‘বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ’ নামের একটি সংগঠন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির সভাপতি শেখ ইকবাল এ অভিযোগ করেন।

Advertisement

‘বিএনপির আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত এ মানববন্ধন থেকে প্রধান অতিথির বক্তব্যে শেখ ইকবাল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ধানমন্ডির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম তুলে এবং জমা দিয়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন। আর বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম তুলতে গেলেন হাতে লাঠি নিয়ে। তারা নয়াপল্টনে সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করলেন। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিলেন। তারা যে আগুন সন্ত্রাসের দল পুলিশের ওপর হামলা করে ও পুলিশের গাড়িতে আগুন দিয়ে তার প্রমাণ দিয়েছে।’

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী। তিনি, মাহমুদুর রহমান মান্না ও আ স ম আব্দুর রব এক হয়ে যারা এ দেশের স্বাধীনতা চাইনি তাদের নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করেছেন। এটি জাতীর জন্য লজ্জাজনক।’

প্রচারলীগের সভাপতি আরও বলেন, ‘শেখ হাসিনা আর একবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত করতে পারবেন। তাই আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। এ জন্য যেকোনো আন্দোলনে বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ আওয়ামী লীগের সঙ্গে থাকবে।’

Advertisement

বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোল্লা মো. শহিদুল্লাহ শহীদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. রুহুল আমিন প্রমুখ।

এমএএস/এসআর/পিআর