রায়ান হ্যারিস এবং অধিনায়ক মাইকেল ক্লার্কের পরে তৃতীয় অসি ক্রিকেটার হিসেবে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন ওপেনার ক্রিস রজার্স। ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের পর অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস রজার্স। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হওয়া পঞ্চম ও টেস্টের মাধ্যমেই তিনি ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন।অবসরের বিষয়ে কথা বলতে গিয়ে রজার্স জানিয়েছেন, আমি মনে করি টেস্ট থেকে সড়ে যাবার এটাই সঠিক সময়। অস্ট্রেলিয়ার হয়ে গত দুই বছরে আমি দারুন কিছু সময় কাটিয়েছি। পুরোটা সময় আমি উপভোগ করেছি। বিশেষ কিছু মুহূর্তের সাক্ষী হয়েছি। কিন্তু সবকিছুরই শেষ আছে। আমি বেশ সৌভাগ্যবান যে ফর্মে থেকে বিদায় জানাতে পারছি। এই সময়ে ক্রিকেটকে বিদায় জানাতে পেরে আমি খুশি।উল্লেখ্য, ৩৭ বছর বয়সী রজার্স অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্টে ৪২.৮৬ গড়ে ১৯৭২ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি।এমআর
Advertisement