বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হাসিনা - এ ডটার’স টেল’। পিপলু খান পরিচালিত ছবিটি ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে চারটি হলে।
Advertisement
মুক্তির প্রথমদিনেই দর্শকের অভাবনীয় সাড়া পেয়েছে ছবিটি। চারটি হলেই উৎসব আমেজে এসেছেন দর্শক। সিনেমা শেষে বেরিয়ে গেছেন স্বজন হারানোর শোক বয়ে চলা শেখ হাসিনা ও শেখ রেহানার সংগ্রামী জীবন ও তাদের পরিবারের অনেক অজানা কথা বুকে নিয়ে।
‘হাসিনা - এ ডটার’স টেল’ ছবিটি ঢাকায় মুক্তি পেয়েছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার সিনেমাস ও মধুমিতা হলে। আর চট্টগ্রামে এটি মুক্তি পেয়েছে সিলভার স্ক্রিন হলে। খোঁজ নিয়ে দেখা গেল, সবগুলো হলেই অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে।
স্টার সিনেপ্লেক্স সূত্র জানিয়েছে, ছবিটি খুব বেশিদিন আগে থেকে প্রচারণায় আসেনি। তবে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ারের পর ছবিটির দর্শক এর প্রচারণায় দারুণ ভূমিকা রেখেছেন। ছবিটি দেখে এর প্রশংসা এখন মুখে মুখে। তাই আগ্রহ বাড়ছে মানুষের, বাড়ছে হলের দর্শকও।
Advertisement
স্টার সিনেপ্লেক্সে শুক্রবারের সব কয়টি শোয়ের টিকিট আগে থেকেই ছিল সোল্ড আউট। আজ শনিবারেও দর্শক সমাগম অনেক।
মধুমিতাসহ অন্য দুটি হলেও প্রধানমন্ত্রীর জীবনের গল্প দেখতে ভিড় জমাচ্ছেন দর্শক। এসব দর্শকের বেশিরভাগই তরুণ।
‘হাসিনা - এ ডটার’স টেল ছবিটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)।
ছবিটি আগামী সপ্তাহে আরও কিছু হলে মুক্তি পাবে বলে জানা গেছে। পাশাপাশি এটি আন্তর্জাতিকভাবেও মুক্তি দেয়া হবে বিশ্বের নানা দেশে।
Advertisement
এলএ/আরআইপি