মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ৬ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত গেজেট জারি করেছে সরকার।
Advertisement
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৫৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ৬ নারী এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামের প্রমিলা দাস, নরসংদীর পলাশের সান্তানপাড়ার রোজিয়া বেগম, নটোর সদরের ইব্রাহিমপুরের মোছা. খোদেজা বেগম, ময়মনসিংহের ফুলপুরের লাউয়ারীর মোছা. ছালেহা খাতুন, বাগেরহাটের মোল্লাহাটের কদমতলার মেরী বেগম ও পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকরাবুনিয়ার আলেয়া বেগম।
আরএমএম/এমএমজেড/এমএস
Advertisement