গণমাধ্যম

প্রবীর সিকদারের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন

প্রবীর সিকদারকে মুক্তি না দেওয়া পর্যন্ত সর্বস্তরের সাংবাদিক সংগঠন থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সাংবাদিক সমাজ।মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবীর সিকদারের নিঃর্শত মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বক্তারা  বলেন, প্রবীর সিকদারের মত একজন মুক্তমনা কলম সৈনিককে মুক্তি না দিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে প্রশাসন যে অমানবিকতা দেখিয়েছে তা কোনো মতে মেনে নেওয়া যায় না। তার মুক্তি না দেওয়া পর্যন্ত সর্বস্তরের সাংবাদিক সংগঠন থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে।তারা বলেন, প্রবীর শিকদার  রাজাকারদের মুখোশ উন্মোচন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এবং ইদানীং তার একটি হাতও অচল। তার প্রিতিদিনের স্বাভাবিক কাজগুলো করতে একজন সহযোগীর প্রয়োজন হয়।প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বক্তারা বলেন, আপনি আমাদের আস্থার ঠিকানা। আপনি আপনার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে রিমান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করবেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কার্ত্তিক চ্যাটার্জি, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ক্র্যাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, অনলাইন অ্যাাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময় প্রমুখ।আএসএস/এসকেডি/এমআরআই

Advertisement