জাতীয়

নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি সব করবে : কমিশনার শাহাদাত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন (ইসি) সব করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না।’

Advertisement

শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআিই) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও অন্যান্য সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন ইসি তাই করবে। একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। যা দেশকে এগিয়ে নিয়ে যাবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি ইসির দিকে তাকিয়ে আছে।’

প্রশিক্ষণার্থী নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই, যারাই নির্বাচনে আসুক আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকম প্রশ্ন উঠলে ইসি আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’

Advertisement

‘বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না’ মন্তব্য করে শাহাদাত চৌধুরী বলেন, ‘মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদেরকে সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রতঙ্গ।’

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন চায় একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার নিবন্ধিত দলের বাইরেও অনেক অনিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে। এতে আমরা আনন্দিত।’

অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির অধীনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও ইএমএস, সিআইএমএস ও আরএমএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহাদাত হোসেন চৌধুরী।

Advertisement

এইচএস/আরএমএম/এমএমজেড/এমএস