খেলাধুলা

আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার হলেন গাজী সোহেল ও তানভীর আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে সুখবর পেলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দুই আম্পায়ার গাজী সোহেল এবং তানভীর আহমেদ। এখন আর ঘরোয়া ক্রিকেটের গন্ডিতেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও আম্পায়ারিং করতে পারবেন এ দুই আম্পায়ার। অর্থাৎ আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন এ দুজন।

Advertisement

আজ (শনিবার) সকালেই আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিক মেইলের মাধ্যমে এ খবর পেয়েছেন দুই আম্পায়ার। তবে এর আগেই জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীনই তারা আভাস পেয়েছিলেন আইসিসির প্যানেলভুক্ত হতে চলেছেন তারা। শনিবার সকালে জাগোনিউজের সাথে মুঠোফোন আলাপে এ খবর নিজেই জানিয়েছেন গাজী সোহেল।

তানভীর আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। তবে গাজী সোহেলই নিশ্চিত করেছেন তার পাশাপাশি তানভীর আহমেদও পেয়েছেন আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ারের সম্মান।

আইসিসির প্যানেলভুক্ত হয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে খুব বেশি অপেক্ষা করতে হবে না গাজী সোহেলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। যার মানে দাঁড়ায় ১৯ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাবে গাজী সোহেলের।

Advertisement

এছাড়া ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে চতুর্থ আম্পায়ার থাকবেন গাজী সোহেল। সিরিজ শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও আরেক আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সাথে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

এআরবি/এসএএস/এমএস