খেলাধুলা

২-০ গোলে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

দলের নবাগত স্ট্রাইকার দিয়েগো তারদেলি জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলার ২৯ এবং ৬৪ মিনিটে একাই দুই গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন দলের নবাগত এই তারকা।শুরু থেকেই অবশ্য খেলার নিয়ন্ত্রণর ছিল আর্জেন্টিনার কাছে। প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া, আগুয়েরো। কিন্তু অফসাইডে চলে যাওয়ায় আর কিছু করা সম্ভব হয়নি। এরপর থেকে প্রথম ২৫ মিনিট আগুয়েরো, ডি মারিয়া আর মেসির দুর্দান্ত স্কিল দেখা যেতে থাকে। এ সময় অন্তত তিনটি ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দুটি নেন মেসি অন্যটি ডি মারিয়া। কিন্তু কারও শটই ব্রাজিলের জাল খুঁজে পায়নি।তবে স্রোতের বিপরীতে গোল দিয়ে বসে ব্রাজিল। ২৯ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে বাম পায়ের শটে তারদেলি সহজেই পরাস্ত করেন আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরোকে। এগিয়ে থেকে যেন আরও দুর্দান্ত হয়ে ওঠে ব্রাজিল। ৩২ মিনিটে সহজ গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। তারদেলির বাড়ানো পাস থেকে একেবারে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নেইমারের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।৪০ মিনিটে ডি বক্সে ডি মারিয়াকে ফাউল করেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। রেফারি তোকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির আদেশ দেন। শট নিতে আসেন মেসি। কিন্তু তার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন। ফিরতি বলেও গোল দেওয়ার সুযোগ পেয়েছিলেন বার্সার মহাতারকা। কিন্তু পা’ই লাগাতে পারেননি তিনি।দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল ব্রাজিলের দুর্দান্ত। খেলায় অসাধারণ নিয়ন্ত্রন। একের পর এক আক্রমণ শানিয়ে ৬৪ মিনিটে আরও একটি গোল আদায় করে নিল ব্রাজিল। এবারও গোলদাতা দিয়েগো তারদেলি। ডেভিড লুইজে হেডের পাস থেকে দুর্দান্ত হেড করেন তারদেলি। বল জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে।

Advertisement