আন্তর্জাতিক

পর্নোগ্রাফির খবরে মিলবে অর্ধকোটি টাকারও বেশি

পর্নোগ্রাফি বন্ধে অভিনব পদক্ষেপ নিয়েছে চীন। সোশ্যাল মিডিয়া কিংবা সাইবার জগতের কোথাও পর্নো চোখে পড়লে সঙ্গে সঙ্গে তা দেশটির সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে বলা হয়েছে। আর এজন্য দেয়া হবে নগদ ৬ লাখ ইউয়ান বা ৮৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৭২ লাখ টাকা) ৷

Advertisement

শুধু পর্নোগ্রাফিই নয় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী কোনো গুজব ছডা়নোর খবর দিলেও পুরস্কার দেবে চীন সরকার৷

চীনের ইন্টারনেট রেগুলেটরি অথরিটির মতে পর্নো কিংবা বিভিন্ন ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে৷ যা সমাজে অবক্ষয় ঘটায়। পাশাপশি দেশের ঐক্যও নষ্ট করে৷ তাই এরকম কোনো লেখা/ভিডিও সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো অনলাইন মাধ্যমে যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্যই এই ব্যবস্থা নিয়েছে চীন৷

জানা গেছে ‘সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না’ ইতোমধ্যে ফেসবুক থেকে প্রায় ৯ হাজার ৮০০ ফেক প্রোফাইল মুছে দিয়েছে৷ কারণ এসব প্রোফাইল থেকে সরকার বিরোধী গুজব ও পর্নোগ্রাফি ছড়ানো হতো৷

Advertisement

এমএমজেড/এমএস