জাতীয়

শিগগিরই ফিরিয়ে আনা হচ্ছে নূর হোসেনকে : স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত সেভেন মার্ডার কাণ্ডের অন্যতম নায়ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার নূর হোসেনকে শিগগিরই ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারত বিভিন্ন সময় বিভিন্নভাবে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে খুব শিগগিরই তাকে ফিরিয়ে আনা হচ্ছে। এর আগে নূর হোসেনকে পুশব্যাকের মাধ্যমে ভারত ফিরিয়ে দিচ্ছে সংবাদপত্রে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয় জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরো একজনের লাশ পাওয়া শীতলক্ষ্যায়।অপহরণের পর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামের পরিবার। ওই সময় অপহরণ ও সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন এলাকা ছেড়ে ভারতে পালিয়ে যান এবং গ্রেফতার হন।আরএস/এমআরআই

Advertisement