জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার নাট্যাচার্য অধ্যাপক ড. সেলিম আল দীনের ৬৬ তম জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের মঙ্গলবার প্রথমদিন বেলা ১১টায় সেলিম আল দীনের সমাধিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, নাট্য সাহিত্যে সেলিম আল দীনের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল দীনের স্ত্রী শাহজাদী মেহেরুন্নেসা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর আগে সকাল সাড়ে দশটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র-শিক্ষক, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নিদের্শক, সেলিম আল দীনের গুণগ্রাহী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শুরুর প্রাক্কালে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, নিত্য পাঠের মাধ্যমে সেলিম আল দীনকে জানা যায়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জহির রায়হান মিলনায়তনে তথ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাবে সেলিম আল দীন রচিত ‘উষা উৎসব’ অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট সন্ধ্যা সাতটায় জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় সেলিম আল দীন রচিত নাটক ‘স্বর্ণ বোয়াল’ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীন রচিত নাটক ‘স্বর্ণবোয়াল’ মঞ্চায়ন হবে। হাফিজুর রহমান/এমজেড/আরআইপি
Advertisement