খেলাধুলা

শুরুর ধাক্কা সামলে স্বস্তিতে দিন পার পাকিস্তানের

আবুধাবি টেস্টে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেয়ার পর শুরুতে ধাক্কা খেয়েছিল পাকিস্তানও। তবে দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে স্বস্তিতে দিন শেষ করেছে স্বাগতিকরা। ২ উইকেটে ৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামবে সরফরাজ আহমেদের দল।

Advertisement

বেশ দেখেশুনে শুরু করেছিল পাকিস্তান। তবে অষ্টম ওভারে গিয়ে ইমাম উল হককে (৬) হারিয়ে বসে তারা। পরের ওভারে ২০ রান করে ফিরে যান মোহাম্মদ হাফিজও। ২৭ রানে ২ উইকেট হারানো দলের এরপর হাল ধরেছেন হারিস সোহেল আর আজহার আলি। হারিস ২২ আর আজহার ১০ রানে অপরাজিত আছেন।

এর আগে পাকিস্তানি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সফরকারিদের ১৫৩ রানে গুটিয়ে দেয় সরফরাজ আহমেদের দল।

কেন উইলিয়ামসন হাল না ধরলে আরও বড় লজ্জায়ই পড়তে হতো কিউইদের। কিউই অধিনায়ক একাই করেন ৬৩ রান। বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

Advertisement

শুরুতে বিপদে পড়লেও একটা সময় কিন্তু ধাক্কা সামলে নিয়েছিল নিউজিল্যান্ড। ৩ উইকেটে ১১১ রান ছিল তাদের। সেখান থেকে আর ৪২ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়েছে সফরকারিরা।

জিত রাভাল আর টম লাথামের ওপেনিং জুটিটি ২০ রানের বেশি টেকেনি। ৭ রান করে মোহাম্মদ আব্বাসের শিকার হন রাভাল। এরপর ইয়াসির শাহর ঘূর্ণিতে পরাস্ত টম লাথাম (১৩) আর রস টেলর (২)। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে তখন রীতিমত ধুঁকছে কিউইরা।

চতুর্থ উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন উইলিয়ামস। ২৮ রান করা নিকোলসকে সাজঘর দেখিয়ে এই জুটিটি ভাঙেন পেসার আব্বাস। এরপর আবারও ধ্বস কিউই ইনিংসে।

উইলিয়ামস ১১২ বলে ৫ বাউন্ডারিতে ৬৩ রান করে হাসান আলির শিকার হওয়ার পর আর দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের মিডল-লোয়ার অর্ডার। বিজে ওয়াটলিং ১০ আর শেষ দিকে নিল ওয়েগনার করেন ১২ রান।

Advertisement

পাকিস্তানের পক্ষে ৫৪ রানে ৩টি উইকেট নেন লেগস্পিনার ইয়াসির শাহ। দুটি করে উইকেট হাসান আলি, মোহাম্মদ আব্বাস আর হারিস সোহেলের।

এমএমআর/পিআর