জাতীয়

যৌন নির্যাতন রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

যৌন নির্যাতন বিষয়ক অপরাধী যেই হোক তাকে ভয় পেলে চলবে না। তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে উল্লেখ করার পাশাপাশি যৌন নির্যাতন রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে সমাজের সচেতন নাগরিকরা।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নারী-পুরুষ সবাই এ দেশের নাগরিক। তাই নারীদের পথ চলাকে নিরাপদ করতে হবে। সমাজে নারী যৌন নিপীড়নের শিকার হচ্ছে। তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে। আজ নারীরা ঘরে ও বাইরে নিরাপদ নয়। নারীদের জন্য ঘরে-বাইরে ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজে দিন দিন যৌন নিপীড়নের সংখ্যা বাড়ছে। এখন চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের দায়িত্ব সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন করতে হবে। যেখানে নিপীড়নের ঘটনা ঘটবে সেখানেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাঠ্যপুস্তকে এ বিষয় সংযুক্ত করতে হবে। নারীদের তাদের ন্যায্য সম্মান দিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। যৌন নির্যাতনকারী অপরাধী যেই হোক তাকে ভয় পেলে চলবে না। তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে। সমাজের যেন কোনো অপারাধী মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

Advertisement

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, নারী সাংবাদিক ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সাধারণ সম্পাদক শারমিন রিনভি প্রমুখ।

এএস/জেএইচ/পিআর