রাজনীতি

নৌকা ও কুলা দুই প্রতীকেই নির্বাচন করতে চায় বিকল্পধারা

আসন্ন সংসদ নির্বাচনে নৌকা ও কুলা প্রতীকে নির্বাচন করতে চায় বিকল্পধারা বাংলাদেশ। এ সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় নির্বাচন কমিশন (ইসি) সচিবকে চিঠি দিয়েছেন দলটির চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

Advertisement

দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর ফারুক ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশ মহাজোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর এ সিদ্ধান্ত জানাতে আমরা দলের চেয়ারম্যান অধ্যাপক ডা. বি চৌধুরীর চিঠি নিয়ে ইসিতে এসেছি। চিঠিতে আমরা বলেছি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হলেও আমরা কোনো আসনে নৌকা আবার কোনো কোনো আসনে কুলা প্রতীকে নির্বাচন করবো। এ বিষয়ে ইসি যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এইচএস/জেডএ/জেআইএম

Advertisement