রাজনীতি

সুশাসনের অভাবেই হত্যাকাণ্ড : এরশাদ

বর্তমানে দেশের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা বিরাজমান এবং প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ড ঘটছে। দেশে সুশাসন নেই বলেই এমন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি আয়োজিত নারী-শিশু নির্যাতন ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।এরশাদ বলেন, এই সমাজে মানুষ বাস করতে পারছে না। আইনের শাসন নেই বলে খুনিরা খুন করতে ভয় পায় না।’নারী-শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ‘ঝড় তুলতে’ জনগণের প্রতি এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজন, রবিউল, রাকিবের মত শিশুদেরকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ড বন্ধ করতে সরকারকে ব্যবস্থা  নিতে হবে। এদের বিচার করতে হবে। এভাবে হত্যাকাণ্ড চলতে থাকলে আমরা বসে থাকবো না, দেশের জনগণ বসে থাকবে না।তিনি বলেন, অপরাধ করে অপরাধীরা দেশের বাইরে চলে যাবে, তাকে ফিরিয়ে আনা হবে না, বিচার হবে না- এভাবে দেশ চলে না।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাফ আলী, মহিলা বিষয়ক সম্পাদিক নাজমা আক্তার, ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল প্রমুখ।আএসএস/এআরএস

Advertisement