বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশে সংগ্রাম করতে হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার দুপুরে পান্থপথস্থ সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দােলনের অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণকে কথা শোনাতে হবে। হাতবোমা ও সংগ্রামের আন্দােলন থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই এ পথ থেকে বের হয়ে আসা সম্ভব হতে পারে। এবং সবাইকে মৌলিক বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। জাফরুল্লাহ বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠানটি করতে না দেয়া জাতির জন্য দুঃখজনক। মিটিং মিছিল করা যাবে না এটা ভাল বিষয় নয়। দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে এটাই তার বড় প্রমাণ। তবে আমার মতে বিরোধী মতকে কথা বলতে দেয়া উচিত। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সরকার আপনাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে যেভাবে কারাগারে আটক করছে। আপনাকে কথা দিতে হবে আপনি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ৩৮ হাজার নেতাকর্মীকে কারাগারে ঢোকাবেন না। যারা কারাগারে বন্দি আছে তাদেরকে মুক্তি দিয়ে কথা বলার অধিকার দেবেন। সাংবাদিক প্রবীর সিকদারের প্রসঙ্গে তিনি বলেন, প্রবীর সিকদারের গ্রেফতার আপনারা কেন ডিবি অফিস ঘেরাও করলেন না? তিনি তো আওয়ামীপন্থী সাংবাদিক তারপরও তাকে কেন গ্রেফতার করা হলেন প্রশ্ন রাখেন তিনি। বর্তমান পরিস্থিত থেকে উত্তরণের জন্য তিনি আওয়ামী ও বিএনপিপন্থী সাংবাদিকদের এক হওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, বেলা সাড়ে ১১টায় আদর্শ ঢাকা আন্দােলন কনভেনশন সেন্টারটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের অনিয়ম ও কারচুপির তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে এই আয়োজন করেছিলেন তারা। এমএম/এসএইচএস/পিআর
Advertisement