অর্থনীতি

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। দুই বাজারেই টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা গেছে।মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় (বেলা সাড়ে ১২টা পর্যন্ত) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে চার হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ২৩১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে ১০৭টির দাম বেড়েছে, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯০৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১২ হাজার ২৪৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। টাকা অংকে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৮ লাখ টাকার।এসআই/এআরএস/পিআর

Advertisement