পতিতালয় বন্ধে আইন-শৃংখলাবাহিনীর নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, যৌনকর্মীদের পুনর্বাসনের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
Advertisement
স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওমর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
Advertisement
অ্যাডভোকেট ওমর শরীফ জানান, দেশের সব পতিতালয় বন্ধ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া রয়েছে। এরপরেও বিভিন্ন স্থানে পতিতালয় রয়েছে। কাজের কথা বলে বিভিন্ন অঞ্চল থেকে তরুণী, বিধবাদের প্রচার করছে। তাই পতিতালয় উচ্ছেদ এবং যৌনকর্মীদের পুনর্বাসনের নির্দেশনা চেয়ে আইনজীবী সোহেল ইসলাম খান এবং শফিকুল কাজল রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।
এফএইচ/এএইচ/এমএস