সেনাবাহিনীর সাবেক এক জেনারেলকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে জোসেফ ওয়েস্টফালের বিদায়ের পর থেকে এই পদটি ফাকা পড়ে আছে। ট্রাম্পের মনোনীত ওই মার্কিন জেনারেলের মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।
Advertisement
জন আবিজেইড নামের চার তারকা সম্পন্ন অবসরপ্রাপ্ত এই জেনারেল লেবাননের খ্রীষ্টান বংশোদ্ভূত। ২০০৩ সালে ইরাকে যুদ্ধ শুরু হওয়ার পর ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন তিনি।
জন আবিজেইড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মধ্যপ্রাচ্য বিষয়ে স্নাতকোত্তোর সম্পন্ন করেছেন। সৌদি আরবের অস্ত্র আমদানি ও সরবরাহ নীতি নিয়ে গবেষণা করেছেন তিনি।
ট্রাম্পের মনোনীত ৬৭ বছর বয়সী জন আবিজেইড নিয়োগ দিতে হলে অনুমোদন নিতে হবে মার্কিন সিনেটের। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশ হিসেবে পরিচিত সৌদি আরব সম্প্রতি তুরস্কে তাদের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা ইস্যুতে চাপে রয়েছে। আর ঠিক এমন সময়ে দেশটির জন্য মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করলেন ট্রাম্প।
Advertisement
এসএ/পিআর