অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতোমধ্যে অ্যাশেজ নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেটাররা। প্রমাণ রেখেছেন ব্যাটে-বলে তারা দুর্দান্ত। এবার তারা নামলেন ছবি আঁকার প্রতিযোগিতায়। বর্তমান এবং ২০০৫ সালের অ্যাশেজ জয়ী তারকারা একে অন্যের ছবি আঁকলেন। তবে ব্যাট-বল হাতে তারা যতই দক্ষ হন না কেন কলম-পেনসিল হাতে তেমন নয়। ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির জন্য অর্থ সংগ্রহের জন্য যৌথভাবে লর্ড টাভার্নার, দ্য পিসিএ বেনেভোলেট এবং চান্স টু সাইন এই তিন প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ছবি আঁকার প্রতিযোগিতা । ক্রিকেটারদের আঁকা এই ছবি ২৩ আগস্ট নিলামে তোলা হবে। ‘ই বে’ এর মাধ্যমে ছবিগুলো নিলাম হবে। তবে তারা একে অন্যের যে ছবিগুলো এঁকেছেন তা বেশ মজার।অ্যান্ড্রু ফ্লিনটফ এঁকেছেন সবচেয়ে মজার ছবি। জো রুটের মুখে চুষিকাঠি সঙ্গে ন্যাপি পরা। অ্যাশলে জাইলস আর মাইকেল ভন দু’জনে একেছেন স্টুয়ার্ট ব্রডের ছবি। ১৫ রানে ৮ উইকেট নেওয়ার পর ব্রড যে ভঙ্গিতে মুখ ঢেকেছিলেন সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন। ব্রড পাল্টা একেছেন কাপ হাতে ভনের ছবি। অ্যান্ড্রু স্ট্রস এঁকেছেন বর্তমান অধিনায়ক অ্যালিস্টার কুককে। পল কলিংউডের ভাবনায় মঈনের দাড়িতেই ঢেকে গেছে গোটা শরীর। জো রুট একেছেন ২০০৫ সালে অ্যাশেজজয়ী ইংল্যান্ডের পুরো দলের ছবি। আরটি/এআরএস/পিআর
Advertisement