শ্রীলঙ্কার পার্লামেন্টে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট পাস হয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের মোট ২২৫ জন সংসদ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠরা তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে।
Advertisement
এর আগে গতকাল প্রেসিডেন্ট সিরিসিনোর পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দেয় আদালত। আজ সকালে দেশটির সংসদ অধিবেশনে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাস হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদেন জানানো হয়েছে।
পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিুরদ্ধে সংসদে তোলা অনাস্থা প্রস্তাবে সমর্থন দিয়েছেন অধিকাংশ সংসদ সদস্য। গত ২৬ অক্টোবর সদ্যসাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট সিরিসেনা।
এসএ/আরআইপি
Advertisement