অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কুমিল্লা সীমান্তে দুই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করেছেন স্থানীয়রা। জেলার সদর দক্ষিণের শুভানগর গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আটকদের বর্তমানে কুমিল্লা ১০ বিজিবির বৌয়ারা বাজার সীমান্ত বিওপি (ফাঁড়িতে) রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে বেলা সোয়া ১১টায় মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়ির ইনচার্জ ল্যান্স নায়েক আবদুল লতিফ। বিজিবি ও গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, সকালে দুইজন বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে মনির নামের এক ব্যক্তিকে আটক করতে ধাওয়া করে। এক পর্যায়ে মনির সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের শুভাপুর গ্রামে দৌড়ে এলে অস্ত্র নিয়ে দুই বিএসএফ সদস্যও বাংলাদেশের সীমান্তের প্রায় ২শ গজ ভেতরে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্য ওই গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তিকে রাইফেল দিয়ে পিটিয়ে জখম করলে উত্তেজিত স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। আটক একজনের নাম রবিউল এবং অপরজনের নাম এখনো জানা যায়নি। খবর পেয়ে বিজিবির সিনিয়র কর্মকর্তরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন, তবে কোন প্রক্রিয়ায় আটক এ দুই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হবে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর
Advertisement