জাতীয়

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না ভোলার মেঘনা-তেঁতুলিয়ার জেলেরা। শত শত জেলে প্রতিদিনই রূপালি ইলিশের আশায় জাল-নৌকা নিয়ে নদীতে গিয়ে ফিরে আসছে শূন্য হাতে। মাছ না পাওয়ায় অভাব-অনটনে ধারদেনা করে চলছে তাদের সংসার।ভোলার বিভিন্ন জেলেপল্লী ঘুরে তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, মার্চ-এপ্রিলের জাটকা ইলিশ শিকারের নিষিদ্ধ সময় পেরিয়ে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় ইলিশ মৌসুম। প্রতিবছর মে মাসে কিছুটা কম থাকলেও জুন মাসের শুরু থেকেই জেলেদের জালে ধরা দেয় রূপালি ইলিশ। কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়ে হাসিতে ভরে ওঠে জেলেদের মুখ। সারা বছরের ধারদেনা শোধ করতে থাকেন দরিদ্র জেলেরা।কিন্তু এ বছর দৃশ্যপট ভিন্ন। জুন মাস গিয়ে জুলাই শুরু হলেও ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। ইলিশের আশায় প্রতিদিন হাজার হাজার জেলে ভোলা সংলগ্ন মেঘনা এবং তেঁতুলিয়ায় জাল-নৌকা নিয়ে চষে বেড়াচ্ছে, কিন্তু মিলছে না ইলিশ। মৌসুমের অর্ধেক পেরিয়ে গেলেও ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে উত্তাল মেঘনায় জাল ফেলে কেউ ফিরে আসেন শুন্য হাতে, কেউবা দু’-একটা ইলিশ পান তা বিক্রি করে নৌকার খরচও ওঠে না।ইলিশ মৌসুমের মাঝামাঝি এসেও ইলিশ না পেয়ে ভাগ্যকে দায়ী করছেন অনেক জেলে। তাই অন্য সময়ের মতো ধারদেনা করে অভাব-অনটনে চলছে তাদের সংসার।

Advertisement