খেলাধুলা

তাইজুলের চতুর্থ শিকার সিকান্দার রাজা

সিলেটে প্রথম টেস্টের মতো ঢাকাতেও ঘূর্ণি জাদু দেখাচ্ছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পাঁচ উইকেট পড়েছে, এর মধ্যে চারটিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

Advertisement

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৩১ রান তুলেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ব্যাট করছেন ৪০ রান নিয়ে। পিটার মুর এখনও রানের খাতা খুলতে পারেননি।

আগের দিনই জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। আজ টেস্টের তৃতীয় দিনে তার শিকার ডোনাল্ড তিরিপানো (৮), শন উইলিয়ামস (১১) আর সিকান্দার রাজা ()।

এর মধ্যে তিরিপানো স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন না, আগের দিন নেমেছিলেন নাইটওয়াচম্যান হিসেবে। তবে উইলিয়ামস আর রাজা দুজনই বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দুজনকেই পরিষ্কার বোল্ড করেছেন তাইজুল।

Advertisement

আরেক ব্যাটসম্যান ব্রায়ান চারি বার কয়েক অভিষিক্ত পেসার খালিদ আহমেদের বলে পরাস্ত হলেও হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৫৩ রান করা এই ওপেনারকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

এমএমআর/পিআর