ক্যাম্পাস

ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৩১.৪৬ শতাংশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আকবর হোসাইন।

Advertisement

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ‘এ’ ইউনিটের সমন্বয়কারী সদস্য অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. মো. ময়নুল হক, অধ্যাপক ড. আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে মোট ৫৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। সে হিসাবে ‘এ’ ইউনিটে পাসের হার ৩১.৪৬ শতাংশ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ৩টি বিভাগে মোট ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন এক হাজার ৯৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘এ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Advertisement

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/পিআর