আন্তর্জাতিক

সৌদি-আমিরাতের কাছে ৮৬৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি ইইউয়ের

সৌদি-আমিরাতের কাছে ৮৬৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি ইইউয়ের

২০১৫ সাল থেকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে আট হাজার ৬৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত ২১টি দেশ সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রি করে। মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন গণমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

Advertisement

গণমাধ্যমটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের এসব দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা মাত্র দুই ভাগ ইয়েমেনের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘ তহবিলে দিয়েছে। এর মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে ইইউভুক্ত দেশগুলো জাতিসংঘে যে অর্থ সহায়তা দিয়েছে তার চেয়ে ৫৫ গুণ বেশি অর্থ আয় করেছে অস্ত্র বিক্রি করে।

ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ বার বার বলছে যে, ইয়েমেন সঙ্কটের কোনো সামরিক সমাধান নেই কিন্তু তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ঠিকই অস্ত্র বিক্রি করে চলেছে। তাদের এসব অস্ত্র সরবরাহের কারণে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে সৌদি আরব। রফতানি করা অস্ত্রের মধ্যে গুলি-বোমা থেকে শুরু করে জঙ্গিবিমান এবং বিশেষায়িত সামরিক সরঞ্জাম রয়েছে।

এমবিআর/পিআর

Advertisement