রাজনীতি

প্রথম দিনে বিএনপির মনোনয়ন কিনলেন চট্টগ্রামের ৭৮ জন

দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে চট্টগ্রাম বিভাগে নির্বাচনে আগ্রহী ৭৮ জন প্রার্থী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের ৭টিতে নির্বাচনে আগ্রহী ১১ জনের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের খবর পাওয়া গেছে।

Advertisement

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী। চট্টগ্রাম-১০ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরেক ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

জানা গেছে, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের জন্য চট্টগ্রামের বেশিরভাগ নেতা এখন রাজধানীতে অবস্থান করছেন। একেবারে শেষ মুহূর্তে ঘোষণা আসায় প্রথম দিনে সবাই প্রস্তুতি শেষ করতে পারেননি তাই অপেক্ষাকৃত কম মনোনয়ন ফরম সংগ্রহ হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে, তাই আজকালের মধ্যে চট্টগ্রাম থেকে আরও অনেক নির্বাচনে আগ্রহী প্রার্থী বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

Advertisement

যারা মনোনয়ন ফরম ফরম সংগ্রহ করেছেন :

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ড. মাইনুল এমরান চৌধুরী এবং সাবেক এমপি এম এ জিন্নাহ।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন এবং বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান।

Advertisement

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম এবং তার ছেলে মো. শোয়াইব রিয়াদ।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লহ আল নোমান ।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এবং নুরুল আজিম হিরো।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাবেক সাংসদ ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

এদিকে সোমবার (১২ নভেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে বিএনপি ও শরীক দলের চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি’র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ সাদাত আহমেদ এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী) আসন থেকে আহমেদুল আলম চৌধুরী রাসেল মনোনয়ন ফরম নিয়েছেন। এ ছাড়া বিএনপির শরীক দল এলডিপি’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এমবিআর/পিআর