জাতীয়

কিশোর হত্যা : ছাত্রলীগ নেতা আরজু ক্রসফায়ারে নিহত

রাজধানীর হাজারীবাগে কিশোর রাজাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি ছাত্রলীগ সভাপতি আরজু র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছেন। র‌্যাব-২ এর অধিনায়ক(সিও)লে: কর্ণেল মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাজারিবাগ পার্কের পাশ্ববর্তী এলাকা থেকে আরজুকে গ্রেফতার করা হয়। আরজু প্রাথমিকভাবে রাজাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় তিনি আরও কয়েকজনের নামও প্রকাশ করেন যারা ওই ঘটনায় জড়িত এবং মামলার আসামি। পরে অন্য আসামিদের ধরতে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযানে নামলে আরজুকে ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় র‌্যাব পাল্টা আক্রমন  চালালে ক্রসফায়ারে আরজু গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর পৌনে ৬টার দিকে আরজু মারা যায়।অন্যদিকে, হাজারিবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাজাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা আরজু প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সাগর, সুজন, সোহাগ, মনির, সজিবসহ মোট ১৪ জনকে আসামি করে একটি মামলা হয়। ওই মামলায় রাতেই সাগর, সুজন ও মনিরকে আটক করে পুলিশ।উল্লেখ্য, রাজার ফুফু রত্না বেগম জানান, সকালে হাজারীবাগের গনকটুলিতে ছাত্রলীগের সভাপতি আরজুর মোবাইল হারিয়ে যায়। মোবাইলটি রাজা চুরি করেছে সন্দেহে দুপুরে তাকে ধরে নিয়ে যায় আরজুর সমর্থকেরা। পরে গণকতলী এলাকার ৪৫ নম্বর বাসায় নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এসময় সে অজ্ঞান হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৫ টায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে রাতেই হাজারিবাগ থানায় একটি মামলা দায়ের হয়।জেইউ/এএইচ/পিআর

Advertisement