খেলাধুলা

জিম্বাবুয়ে বিপক্ষে ফিরছেন পেসার আবুল হাসান

তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এ উপলক্ষে শনিবার দুপুরে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ২৫ অক্টোবর মিরপুর টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। এর আগে ২০ অক্টোবর সফরকারীরা একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে।জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার আবুল হাসান রাজু। গত বছর পিঠের ইনজুরিতে পড়েন রাজু। দুই বার অস্ত্রোপচারের পর খানিকটা সুস্থ হন তিনি। এ সময়ে পূর্নবাসন প্রক্রিয়াতেই ছিলেন তিনি।বাংলাদেশ স্কোয়াডমুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান রুম্মন, আরাফাত সানি, শাহাদাত হোসেন রাজিব, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শুভাগত হোম, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, আবুল হাসান রাজু, মুক্তার আলি, সাকলায়েন সজিব, মোহাম্মদ শহীদ, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, মার্শাল আইয়্যুব, রবিউল ইসলাম ও সৌম্য সরকার।

Advertisement