আন্তর্জাতিক

আবুধাবির বিখ্যাত মসজিদ পরিদর্শন করলেন মোদি

আরব আমিরাতে দুইদিনের সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবুধাবির বিখ্যাত মসজিদ শেখ জায়েদ মসজিদ পরিদর্শন করেছেন। রোববার আবুধাবি পৌঁছান মোদি। প্রথা ভেঙে বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাইয়ান ও তার পাঁচ ভাই। ৩৪ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন।আবুধাবি পৌঁছেই বিখ্যাত শেখ জায়েদ মসজিদে যান ভারতের প্রধানমন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম এ মসজিদ ঘুরে দেখেন মোদি। আর এর মাধ্যমেই প্রথমবার কোনো মসজিদে পা রেখে এর গঠনশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। এদিকে মোদির মসজিদ পরিদর্শন নিয়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং কটাক্ষ করে বলেছেন, মোদিজি যদিও ভারতে কোনো মসজিদে আপনি যাননি, কিন্তু বিদেশে গিয়ে আপনি সর্বধর্ম সমভাব জ্ঞানপ্রাপ্ত হয়েছেন।কংগ্রেস মুখপাত্র অখিলেশ প্রতাপ সিং বলেছেন, টুপি পরতে অস্বীকার করা ব্যক্তি এবার মসজিদে গিয়েছেন এ জন্য ধন্যবাদ। ওনার সুবুদ্ধি হয়েছে। হৃদয় পরিবর্তন হয়েছে। তবে দেশে নয়, বিদেশে তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলার সূচনা করেছেন।’ প্রসঙ্গত, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় ২০১১ সালে এক মুসলিম ব্যক্তির দেয়া টুপি মাথায় দিতে অস্বীকার করেছিলেন মোদি। মোদির মসজিদে যাওয়া নিয়ে নিউইয়র্ক টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমেও নানা মন্তব্য করা হয়েছে।এআরএস/পিআর

Advertisement