ফিচার

বাণী-বচন : ১৮ আগস্ট ২০১৫

বাণীভীতুভীতু লোকেরাই দোষ করে বেশি  -স্যার জন ডেনহামভীতু ব্যক্তিরা তাদের প্রকৃত মরণের পূর্বেই বহুবার মরে যায় কিন্তু সাহসীরা মাত্র একবারই মৃতু্যর স্বাদ গ্রহণ করে। -শেক্সপিয়ারভীতুরাই পাপকর্মে লিপ্ত হয় বেশি। -ডগলাস জেরল্ডএকমাত্র প্রেম ও বিপ্লবের ক্ষেত্রে মানুষ ভীরুতার দেয়াল টপকিয়ে দুর্জয় সাহসী হতে পারে।- সৈয়দ শামসুল হকবচনকাজ সেরে হাসি শত্রু মেরে হাসিঅর্থ : যথাযথ দায়িত্ব পালন করে বিশ্রাম নিতে হয়- এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এআরএস/পিআর

Advertisement