রাজনীতি

দুই দিনে জাপার ১১১৫ মনোনয়ন বিতরণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই দিনে ১ হাজার ১১৫টি মনোনয়নপত্র বিতরণ করেছে জাতীয় পার্টি।

Advertisement

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, সোমবার জাতীয় পার্টির ৫৬২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। রোববার ৫৫৩টি মনোনয়নপত্র বিতরণ করে দলটি। দুই দিনে মোট ১ হাজার ১১৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

গতকাল রোববার রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ শীর্ষক স্লোগান নিয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

Advertisement

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের মনোনয়ন ফরম গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তাদের মনোনয়ন ফরম গ্রহণ করেন।

৩০ হাজার টাকা দিয়ে রংপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এরশাদ। তবে প্রতিটি মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দিনে জাতীয় পার্টির ৫৫৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

১১ নভেম্বর শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল ১৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এরপর আগামী ১৪ নভেম্বর এরশাদের নেতৃত্বে জাপা পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।

পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Advertisement

এইউএ/এনডিএস/এমএস