আন্তর্জাতিক

জাপানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে ফিলিপাইন সাগরে বিধ্বস্ত হয়েছে। দৈনন্দিন মহরার অংশ হিসেবে সোমবার বিমানটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপে বিধ্বস্ত হলেও বেঁচে গেছেন বিমানে থাকা দুইজন পাইলট। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

ওকিনাওয়া প্রদেশের প্রতিরক্ষা ব্যুরোর মুখপাত্র ওসামু কোসাকি বলেন, প্রদেশটির রাজধানী নাহা থেকে ২৫০ কিলোমিটার দূরে স্থানীয় সময় আনুমানিক পৌনে বারোটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মার্কিন একটি সামরিক বিমানের মাধ্যমে পাইলট দু’জনকে উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা চুক্তি অনুযায়ী ৫৩ হাজার মার্কিন সেনা বর্তমানে ওকিনাওয়ায় ঘাঁটি গেড়ে আছেন। মার্কিন সেনাদের ঘাঁটি পুরো দ্বীপটির প্রায় এক-পঞ্চমাংশ জায়গাজুড়ে রয়েছে। অনেক বছর ধরে দ্বীপটির বাসিন্দারা সেখান থেকে মার্কিন সেনা ঘাটি সরানোর আন্দোলন করে আসলেও তাতে কর্ণপাত করেনি যুক্তরাষ্ট্র।

এসএ/এমএস

Advertisement