দেশজুড়ে

সন্ত্রাসী হামলায় রাজবাড়ী কলেজ ছাত্রাবাসে আতঙ্ক

জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজবাড়ী সরকারি কলেজের মীর মশাররফ হোসেন ছাত্রাবাসে বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মীর মশাররফ হোসেন ও বিদ্যাসাগর ছাত্রাবাসের প্রায় একশ’ ছাত্র আতঙ্কে সময় কাটাচ্ছেন।সোমবার দুপুরে বহিরাগতদের নিজেদের ঝামেলা নিয়ে মুসলিম ছাত্রাবাসে এলে ছাত্রাবাসের ছাত্ররা বাধা দেয়। এসম তারা ছাত্রাবাসের ছাত্রদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে বাক-বিতণ্ডা হলে সন্ত্রাসীরা ছাত্রদেরকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টার দিকে একাদশ শ্রেণির এক ছাত্রের উপর ছাত্রাবাসের বাইরে সন্ত্রাসীরা হামলা করলে তাৎক্ষণিক দুই ছাত্রাবাসের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাস ও কলেজ এলাকায় বিক্ষোভ করে। পড়ে কলেজের অধ্যক্ষ, পুলিশ ও ছাত্রাবাস সুপারের আশ্বাসে পরিবেশ শান্ত হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদিন ছাত্রদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্থ করে বলেন, এই মুহূর্ত থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ এলাকায় পুলিশ টহলে থাকবে। বেলা ১২টায় কলেজে ঝামেলো সৃষ্টিকারী ওইসব ছাত্রের অভিভাবককে আলোচনার জন্য ডাকা হয়েছে এবং আলোচনার পর এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যাথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।রুবেলুর রহমান/বিএ

Advertisement