বিনোদন

মনোনয়নপত্র কিনলেন অভিনেত্রী শমী কায়সারও

নব্বই দশকের নন্দিত অভিনেত্রী শমী কায়সারকে এখন আর টিভি পর্দায় দেখা যায় না বললেই চলে। অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। ব্যবসা নিয়ে ব্যস্ততায় দিন কাটে তার। ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন খ্যাতিমান এ অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা। এবার ফেনী-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে চান অভিনেত্রী শমী কায়সার।

Advertisement

রোববার আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন শমী। এই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। মনোনয়নপত্র কিনতে গিয়ে তিনি দেখা পান রাজনীতিবিদ দীপু মনির।

শমী কায়সার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যদি যোগ্য মনে করেন তাহলে আমাকে নির্বাচনে অংশ নেয়ার টিকিট দেবেন। আমার মা ছিলেন সাবেক সংসদ সদস্য এবং আমার বাবা ছিলেন একজন বুদ্ধিজীবী। তারা দেশকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমি হয়তো সেভাবে দিতে পারব না। তবে তার কিছুটা উপলব্ধি করে নির্বাচনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাই। এ বিষয়গুলো চিন্তা করেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছি।’

শমী কায়সার আরও বলেন,‘জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে আওয়ামী লীগের হয়ে রাজনীতি করতে চাই। বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।’

Advertisement

প্রসঙ্গত, ফেনী-৩ আসন থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। এখন দেখার বিষয় দল কাকে নির্বাচন করার টিকিট দেয়।

এমএবি/এলএ/পিআর