গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
Advertisement
গত ৭ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নং সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ নয়ন এবং ব্যাংকের এজেন্ট মেসার্স মাস্টার অ্যান্ড সন্স এর স্বত্তাধিকারী মো. শফিউল্লাহ সরকার।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মাানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক, বগুড়া ও মোকামতলা শাখার ব্যস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
অনুষ্ঠানের শুরুতে এজেন্ট ব্যাংকিং সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডল্যান্ড ব্যাংক জানিয়েছে তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা প্রদানের জন্য তারা স্থানীয় প্রতিষ্ঠান মেসার্স মাস্টার অ্যান্ড সন্সকে ব্যাংকের এজেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এমএমজেড/পিআর
Advertisement