আন্তর্জাতিক

রাস্তা কাঁপাতে তিন চাকার দুর্দান্ত বাইক আনলো ইয়ামাহা

নিকেন জিটি নামে তিন চাকার নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে জাপানি প্রতিষ্ঠান ইয়ামাহা। ব্রিটেন ও আমেরিকায় ইতোমধ্যেই বিক্রিও শুরু হয়েছে নতুন এই বাইক।

Advertisement

এই বাইকের বিশেষত্ব হলো, এর পেছনের সিটের পাশে ২৫ লিটারের প্যানিয়ার্স আছে। যাতে অনায়াসে অনেক জিনিস বহন করা যাবে। বাইকটির আরও আকর্ষণীয় বিষয় হল, এতে মোবাইল বা অন্য ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেয়ার ব্যবস্থা আছে।

সাধারণ বাইক বেশি বাঁক নিয়ে ঘুরতে গিয়ে অনেক সময় স্কিড করে। কিন্তু নিকেনের সামনের দু’টি চাকা থাকায় সেটা ব্যালান্স করে।

ইয়ামাহার নতুন এই বাইকের সামনে রয়েছে চওড়া উইন্ডস্ক্রিন ও সিট। সেই সঙ্গে রয়েছে হিটেড হ্যান্ডলবার গ্রিপ।

Advertisement

তিন সিলিন্ডার ও ৬ গিয়ার বিশিষ্ট ৮৪৭ সিসির এই বাইকে রয়েছে ক্রুজ কন্ট্রোল। চতুর্থ গিয়ারের পর ঘণ্টায় গতি বেগ ৮০ কিলোমিটার ছুঁলেই আপনা আপনি কাজ করবে সেই কন্ট্রোলার।

এত সব সুবিধার একটি নিকেন জিটি’র মালিকানা পেতে বেশ মোটা অংকের টাকাও গুনতে হবে। ব্রিটেনে এই বাইকের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ পাউন্ড, আর যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ডলার (বাংলাদেশি প্রায় ১৪ লাখ টাকা)।

এমএমজেড/পিআর

Advertisement