আন্তর্জাতিক

গাজায় হামাস কমান্ডারসহ নিহত ৬

গাজা উপত্যকায় স্থানীয় এক হামাস কমান্ডারসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর একটি অভিযানের সময় তারা নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিশেষ বাহিনীর অভিযানে তাদের এক সেনা নিহত হয়েছে এবং আরও একজন আহত হয়েছে।

হামাস রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দল প্রতারণার আশ্রয় নিয়ে একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে। তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের ঊর্ধ্বতন কমান্ডার শেখ নূর বারাকাকে হত্যা করেছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। ইসরায়েল সীমান্ত থেকে গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে এই হামলা চালানো হয়েছে। ওই কমান্ডার নিহত হওয়ার পর হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনা বহনকারী গাড়িটির ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

Advertisement

টিটিএন/পিআর