জাতীয়

কলকাতার উৎসবে পদ্মার ইলিশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ‘গঙ্গা-পদ্মা ইলিশ উৎসবের’ জন্য বাংলাদেশ সরকারের উপহার হিসেবে দুই’শ পিস ইলিশ পাঠানো হয়েছে। রোববার (২৩ আগস্ট) কলকাতার কাকড়গাছি সুভাস পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে।সোমবার বিকেলে বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। বেনাপোল চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে এ ইলিশ গ্রহণ করেন কলকাতা পৌরসভার মেয়র শোভন চ্যাটার্জি।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই উৎসব উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চারটি কার্টুনে দুই’শ পিস ইলিশ পাঠানো হয়েছে।বাংলাদেশ জাতীয় সংসদদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মাদ আবদুল ওয়াদুদ জানান, প্রতি বছর ২৩ আগস্ট কলকাতার কাকড়গাছি সুভাস পার্কে গঙ্গা-পদ্মা ইলিশ উৎসব হয়ে থাকে। এ বছর ওই উৎসবে যোগ দিতে ওই দিন খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলও ভারত যাবেন।তিনি আরো বলেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। দুই দেশের মধ্যকার সৌহার্দ আর সম্প্রীতি আরো জোরদার করতে এটা আমাদের পক্ষের সামান্য উপহার।জামাল হোসেন/বিএ

Advertisement